বালাজি জুস ও স্যান্ডউইচ
Hashtag Kolkata বেঙ্গলি ই- ম্যাগাজিন গত সপ্তাহর মতন এই সপ্তাহতে নিয়ে চলে এসেছে আপনাদের কাছে কলকাতা ষ্ট্রীট ফুডের খবরাখবর। আজকে আমরা পরিচয় করিয়ে দেব বালাজি বাবুর সাথে। sandwich, এই জিনিসটা এমনই যেটা কিনা ব্রেকফাস্ট কিংবা সন্ধ্যার টিফিন কিংবা খিদে পেলেই, এটার নাম শুনলে জিভে জল চলে আসে। মহানায়ক উত্তম কুমার মেট্রো রেল ষ্টেশনের সামনেই বালাজি বাবুর sandwich এর দোকান।
বালাজি বাবুর কথায়, “আগে ছিল জুসের দোকান, আর এখন তার সাথে করি মানে দু-বছর আগে করেছি এই sandwich এর দোকান, কারন লকডাউনের পর জুসের দোকান সেরম করে চলছেনা। আবারো যদি লকডউন হয়ে তাহলে কি হবে জানি না।”
ওনার এতদিনের দোকানে কি কি পাওয়া যায়ে জেনে নেওয়া যাক। বালাজি বাবু বলেন, ওনার সতেরো বছরের দোকানে, সব রকম জুস, যেমন, flavor লস্যি, মাসালা থামস আপ, সব রকম shake এছাড়াও বাকি ভেরাইতি জুস পাওয়া যাবে তাছাড়াও আপনারা পাবেন সব ধরনের sandwich , Burger, veg sandwich, chicken sandwich, সবই পাবেন।
মহানায়ক উত্তম কুমার মেট্রো রেল ষ্টেশনের দিকে গেলে অবশ্যই খেয়ে দেখবেন বালাজি বাবুর জুস ও sandwich এর দোকান। Hashtag Kolkata আবার আগামি সপ্তাহে আপনাদের কাছে নিয়ে আসবে আরও একটা street food এর খবর, কিন্তু সেটা পাবেন আমাদের YouTube channel এর মাধ্যমে ।
এছাড়াও আপনারা পাবেন Food Recipe, Fashion, Film, Technology দুনিয়ার নিত্য নতুন খবরাখবর, তাহলে পড়তে থাকুন Hashtag Kolkata বেঙ্গলি ই- ম্যাগাজিন।

Our Social Media Handles =>
- https://www.facebook.com/HashtagKolkata2k21/ (Facebook)
- https://twitter.com/HashtagKolkata (Twitter)
- https://www.instagram.com/_hashtagkolkata_/ (Instagram)
- https://www.youtube.com/channel/UCozMAGYEudjsjplaDkiwGzg (Youtube)