ভুতুড়ে আড্ডা
কলমে : শুভেচ্ছা দত্ত
“শীতলঞ্চ সমাযুক্ত সকণ্টক দলান্বিত। হরপাপ সপামার্গে ভ্রাম্যমাণঃ পুনঃ পুনঃ”
দ্বীপান্বিতা কালীপূজার আগে ভূত চতুর্দশীর দিন চোদ্দ শাক খাওয়া আর চোদ্দটি প্রদীপ জ্বালানোর রীতি বহুদিনের| ভারতবর্ষের বেশ কিছু জায়গায় এর নাম আবার নরক চতুর্দশী বা রূপ চতুর্দশী| ভূত অর্থাৎ অতীত, আর এই চোদ্দটি প্রদীপ জ্বালানোটাও চোদ্দপুরুষের উদ্দেশ্যে| আবার কিছু মতে এই প্রদীপ অশুভ আত্মা থেকে সুরক্ষিত থাকার প্রার্থনা-প্রতীক|
তবে, কেবলমাত্র তেরো পার্বনের বাংলায় নয়, ভূতেদের নিয়ে উৎসব হয় পৃথিবীর আরো অনেক জায়গায়| আর এই প্রসঙ্গে Halloween এর উল্লেখ না করলেই নয়| অক্টোবরের শেষদিন Halloween পালন করাটা একটা উল্লাস ও আনন্দের উৎসব হয়েও এর মূলে রয়েছে মৃত আত্মার শান্তিকামনা| Halloween এসেছে স্কটিশ ‘All Hallows’ eve’ থেকে যা চার্চে পালিত হয় স্বর্গবাসী সাধুদের সম্মানার্থে|
এরপরে আসা যায় বৌদ্ধমতের উৎসব Ullambana এর কথায়, যা আবার চীনাদের একটি ধর্মীয় গোষ্ঠী, তাওইস্টসদের মতে একটি সতর্কতা! বৌদ্ধমতে সপ্তম লুনার মাসের পনেরোতম দিনে Ullambana পালিত হয় নিজের প্রিয়, মৃত কারোর উন্নত পুনর্জন্মের প্রার্থনায়| এইদিন সাধুদের বিছানা, সুগন্ধি, তেল, বাতি, মোমবাতি, খাবার এবং পোশাক দেন করা হয় এবং প্রার্থনা করা হয় যাতে পূর্বপুরুষ মানুষরূপেই পুনরায় জন্মলাভ করতে পারেন| অপরদিকে তাওইস্টসরা এই লুনার মাসটিকে, বা Hungry Ghost Month কে অশুভ মনে করে এবং এইমাসে বিভিন্ন দানের মাধ্যমে অতৃপ্ত আত্মাকে সন্তুষ্ট রাখবার চেষ্টা করে|
মৃত্যুর পরেও নিজের প্রিয়জনের জন্য চিন্তা করার এবং তাকে ভালো রাখবার এই চেষ্টাই পৃথিবীর বিভিন্ন কোণে পালিত হয় উৎসবের মতো, পালিত হয় শ্রদ্ধা ও ভালোবাসা| নেপালের বাসিন্দারা গাই যাত্রা পালন করেন যা একাধারে সামাজিক ঐশ্চর্য এবং পুর্পপুরুষের প্রতি শ্রদ্ধা নিবেদনের এক অপূর্ব উৎসব|
এককথায়, আমরা মানুষেরা একইসঙ্গে পালন করি অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ| কখনো পুর্পপুরুষকে স্মরণ করে, কখনো এল জ্বালিয়ে বা কখনো দানের মাধ্যমে মানুষ বিশ্বাস রাখে উদযাপনে|
Model and Make-up – Mridula Das Majumdar (Mridula’s makeover and hair stylers)