Makeup and Beauty

হ্যালোউইন এর সাজগোজ

কলমে : লহমা ব্যানার্জ্জী

হ্যালাউইন নামটি নিশ্চই শোনা সকলের আসলে কি এই হ্যালোউইন?কেনো উৎযাপন করা হয় এই দিনটিকে? কি কারণ আছে তার পেছনে আসুন জেনে নিই আজকে

১৮৪০ খ্রি: এ আমেরিকায় শুরু হয় এই হ্যালোউইন এর যাত্রা, পোপ গ্রেগরি III ১লা নভেম্বর দিনটিকে “All Saint’s Day” হিসেবে মনোনীত করে এবং তারা এই দিনটিকে সকল সাধুদের আত্মার কামনায় উৎযাপন করে।এবং ঠিক একইরকম ভাবে বাঙালিদের ভূত চতুর্দশী যা মূলত কালী পূজোর আগের রাত কে বোঝায় এবং এই দিন আমাদের সকলের বাড়িতেই “১৪ শাক” পদটিকে খাবার পাতে লক্ষ্য করা যায়। নেপালিরাও তাদের গত হয়ে যাওয়া কাছের লোকেদের স্মরণার্থে হ্যালোউইন এর মতই একটি দিন উৎযাপন করে যা হলো “গাই যাত্রা” এই দিন টি আসলে তারা সকলের সামনে অর্থাৎ রাস্তায় উৎযাপন করে,এবং এই সময় কারোর কাছের মানুষ গত হলে তাকে গাই এর সামনে হাঁটতে হয় কারণ তারা মনে করে গাই,যে সেই আত্মার দিকে আমাদের পথ দেখাবে।

আমরা বাঙালিরাও এখন হ্যালোউইন টি উৎযাপন করে থাকি বিভিন্ন ধরনের আজগুবি সেজে এবং মেকআপ এর বিভিন্ন কারুকার্য করে ফুটিয়ে তুলি বিভিন্ন হাতের কাজ।

মেকআপ এটিও এক বেশ পরিচিত নাম যেটা মেয়েদের সঙ্গেই যায় তাই না? আজ্ঞে না মেকআপ একটা আর্ট যেটি মেয়ে ছেলে উভয়ের ই করার মত দক্ষতা চাই।সকলেই মনে করে মেয়েরা নিজেদের আসল রূপ লোকাতে মেকআপ করে যদি আপনার এমন টা মনে হয় তাহলে শুনুন একদম ই টা না মেয়েরা মেকআপ করে নিজেদের পছন্দের কারণে নিজের ইচ্ছায় এবং নিজেদের চোখে নিজেদের কে আরেকটু presentable করে তুলতে কেউ কেউ আবার তাদের এই সখ কেই বেছে সিয়েছে রোজগারের পথ হিসেবে তাদের এই প্রতিভা দিয়ে আরো অনেক কে সুন্দর থেকে সুন্দরতর করে তুলতে সক্ষম হয়।

Model and Make-up – Mridula Das Majumdar (Mridula’s makeover and hair stylers)